Netscape: বিশ্বের প্রথম ব্রাউজার

১৯৯৪ সাল। ইন্টারনেট ধীরে ধীরে সবদিকে ছড়িয়ে যাচ্ছে। সবাই বুঝার চেষ্টা করছে এই জিনিস দিয়ে কি করে ! তখনকার ইন্টারনেটে বলতে শুধু কয়েকশো বোরিং ওয়েবসাইট আর সেগুলোতে প্লেইন টেক্সট ছিল।কিন্তু একটা কোম্পানি ঠিকই মানুষদেরকে ইন্টারনেটের সাথে যুক্ত করাচ্ছে। কোম্পানির নাম নেটস্কেপ । ইন্টারনেট মডেম থাকলে যে কেউ নেটস্কেরপের ফ্রি ব্রাউজার দিয়ে ওয়েবসাইট সার্ফ করতে করতে। তখনকার ইন্টারনেট ব্যাবহারকারীর ৯০ শতাংশ নেটস্কেপ ইউজার ছিল। এত বড় মার্কেট ধরার জন্য বিল গেটস ঘোষনা দেয় নতুন ওয়েব ব্রাউজার বানানোর। মাল্টিবিলিয়নার এই কোম্পানির সাথে যুদ্ধ করতে হলে…