যদি জিজ্ঞাস করা হয়, বিল গেটস, ইলন মাস্ক, জেফ বেজোস, ওয়ার্ন বাফেট এদের মধ্যে মিলগুলো কি কি ?
সবাই বলবে তারা বিলিয়নার, সেলিব্রেটি বা সফল ব্যাক্তিত্ব।
আরো ডিপ আন্সার চাইলে ?
তারা প্যাশনেট, পরিশ্রমী, জীবনের লক্ষ্য ফিক্সড ইত্যাদি।
কিন্তু একটা কমন জিনিস সবাই মিস করে। তা হলো, এরা সবাই নতুন নতুন জিনিস শিখতে প্রতিজ্ঞাবদ্ধ।
A mind that is stretched by a new experience can never go back to its old dimensions.
Oliver Wendell
যে যত দ্রুত কোন জিনিস শিখতে পারে, সে অন্যদের তুলনায় তত এগিয়ে থাকবে। আর যারা প্রযুক্তি ক্ষেত্রে কাজ করে, তাদের জন্য ফাস্ট লার্নিং আরো বেশী গুরুত্বপূর্ণ। প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে, আরএন্ড্রয়েড অপারেটিং শিখা আছে তো কাল হারমোনি অপারেটিং জানার এর জন্য উঠে পরে লাগতে হবে।
তাহলে কোন জিনিস দ্রুত কিভাবে শেখা যায় ?
শেখার প্রথম ধাপ হচ্ছে ইনপুট। সাধারণত, মানুষজন ইনপুটে বেশি সময় ব্যয় করে। ইনপুট বলতে ব্লগ পড়া, টিউটরিয়াল দেখা, পডকাস্ট শোনা ইত্যাদি। কিন্তু সমস্যা হলো, ইনপুটের তুলনায় আউটপুট কম হলে, ঐ বিষয়ে আপনার জ্ঞান হয় ভাসা ভাসা।
কোন একটা জিনিস ভাসা ভাসা শিখে লাভ কি , যদি সেটা বাস্তব জীবনে কাজে না লাগাতে পারি ?
আমাদের দরকার গভীর জ্ঞান। তার জন্য প্রয়োজন ইনপুটের থেকেও আউটপুটের দিকে বেশি নজর দেয়া।
একটা বিষয় শেখার পর সেটা যদি ব্যাবহার না করা হয়, সে জ্ঞান হারিয়ে যায়।
use it or loose it
কোন একটা বিষয়ে দক্ষ হওয়ার জন্য কয়েকটা ধাপ আছে।
1. Learn – প্রথমেই ইনপুট কোয়ালিটি ভালো মানের রাখতে হবে। শতভাগ মনযোগ দিতে হবে।
কিন্তু সমস্যা হলো আমরা যখন কোন বই পড়ি বা টিউটরিয়াল দেখি, পাশে রাখা মোবাইলে নোটিফিকেশন আসে, আর একবার সেদিকে নজর দেয়া মানে মনযোগ শেষ। শেখার যে একটা দারুণ মুহূর্ত ছিল, সেটা নষ্ট। কতটুকু মনযোগ দিয়ে একটা জিনিস শিখছেন তার পর নির্ভর করে ঐ জ্ঞান কতদিন মনে রাখতে পারবেন।
- So,
- stop multitasking
- one thing at one time
- stay away from destruction
- pay 100% attention
2. Reflect – শিখার সময় সবাই তাড়াহুড়ো করে। যখন কোন একটা টিউটরিয়াল দেখে শেষ করেন, বইয়ের একটা চ্যাপ্টার শেষ করলেন, একটু বিরতি নিন।
চিন্তা করেন, এই জিনিসে নিহিত অর্থ কি ? জীবনে, সমাজে, কর্মক্ষেত্রে এই জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় ?
যখন আপনি বিরতি দিয়ে চিন্তা করবেন, ঐ শেখা জ্ঞান আরো দৃড় হবে।
3. Implement – সবচেয়ে অবহেলিত কিন্তু সবথেকে গুরূত্ত্বপূর্ণ পার্ট। নতুন কিছু জেনে, শিখেই আমরা খুব এক্সাইটেড হয়ে যাই,মনে মনে ইন্সপায়ার্ড হই, এরপর নতুন অন্য কিছু শিখতে চলে যাই। মনেহয়, আমরা জিনিসটা শিখে ফেলেছি, কাজটা জানি। কিন্তু বাস্তবে যতক্ষন কাজটা করা হবেনা, ততক্ষন সেটা আসলে শেখা হয়না।
a lousy action is better than no action
4. Share –
the best way to learn something is to teach it.
নতুন কিছু জানা, শেখার পর তা অন্যদের সাথে শেয়ার করলে ব্রেইন সেই টপিকটি বেশি ফোকাস করে যা পরবর্তীনে মনে রাখতে সহায়তা করে।
একটি জিনিস কতটুকু বা কতদিন মনে থাকবে, তা নির্ভর করে কত সময় আপনি ইনপুটে ব্যয় করেন আর কত সময় আউটপুটে।
Source: Nishant Kasibhatla





