anybooks app

ফ্রি তে সব ইংরেজি বই

গত কয়েক বছর থেকে আমাদের মধ্যে ননফিকশন বই পড়ার আগ্রহ বাড়ছে। কিন্তু এসব ইংরেজী বইয়ের এক একটির দাম ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এত টাকা দিয়ে বই কিনে পড়া অনেকেরই সম্ভব হয়ে উঠেনা। সে জন্য বিভিন্ন অনলাইন শপগুলো ৩০০ -৪০০ টাকার মধ্যে পেপারব্যাক কাগজে প্রিন্ট করে বিক্রি করে থাকে। তাছাড়া নীলক্ষেতে ১০০ টাকা দিয়ে সেসব বই সহজেই কিনতে পাওয়া যায়।

কিন্তু সবসময় চাহিদানুযায়ী বই থাকেনা বা হাতের কাছে পাওয়া যায়না। তখন আবার পিডিএফের উপর নির্ভর করা লাগে।
এত সব সমস্যার সমাধান করার জন্য আছে “Anybooks” নামক একটি এনড্রয়েড এপস।

এই এপসে আপনি বই ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন। আর বইগুলোর সাইজও কম ; ২-৪ এম্বি মাত্র।
পিডিএফ পড়ার থেকে এই এপ দিয়ে পড়া বেশ সুবিধাজনক । ফিকশন, নন ফিকশন সহ বিভিন্ন ক্যাটাগরির বই পাবেন।

How to install Anybooks app

আপনি চাইলে Anybooks ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা গুগল প্লেস্টোরে গিয়ে Anybooks সার্চ দিয়ে খুজে নিতে পারেন।
সম্ভাবত পাইরেসির কারণে, কয়েকমাস পর পর ওদের এই এপ প্লেস্টোর থেকে গায়েব হয়ে যায়। তাই গুগলে না পেলে অনলাইন থেকে খুজে নিতে পারবেন।

বর্তমানে অফিশিয়ালি এই এপ ব্যাবহার করতে ৮০০ টাকা লাগে।

কেউ এই অ্যাপের MOD VERSION চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারে। এটা মড ভার্সন। তাই ইউজ করতে টাকা লাগবেনা।
মড বা ফ্রি ভার্সন ইন্সটলের পর গুগল একাউন্টের সাথে কানেক্ট করিয়েন না।

বিদ্রঃ যদি সম্ভব হয় অরিজিনাল বই কিনে পড়ুন । লেখকদের সাপোর্ট দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *