পড়ালেখার পাশাপাশি কিছু একটা কাজ করতে চাই।
তা, আপনার স্কিল কি আছে ?
এই প্রশ্নের পর আমরা অনেকেই ভ্যাবাচেকা খেয়ে যাই। অনেক চিন্তা করেও নিজের কোন স্কিল খুজে পাইনা।
SelfMadeWebDesigner.com এর প্রতিষ্ঠাতা Chris Misterek ও একই অবস্থায় পড়েছিলেন।
আর্থিক সংকট সমাধানের জন্য সে ওয়েবসাইট ডিজাইন বিজনেসের মাধ্যমে মাসে তিন হাজার ডলার ইনকাম শুরু করে। আগের কোন অভিজ্ঞতা না থাকলেও, ক্রিস ইন্টারনেট থেকে ফ্রি ওয়েব ডিজাইন টিউটরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করে তোলে।
কয়েকমাস শেখার পেছনে ব্যয় করে এবং ১৮ মাসের মধ্যে তার ইনকাম আগের জবের সেলারি থেকেও বেশি হয়।
তার ইনকামের ধাপগুলো ছিল –
- মার্কেট ডিমান্ডেড একটা স্কিল শেখা শুরু করে
- তার প্রথম কাস্টমার পায়
- মার্কেটিং করে বিজনেসকে আরো বড় করে
পূর্বের কোন অভিজ্ঞতা না থাকলেও, ক্রিস প্রয়োজনের তাগিদে ইন্টারনেট ঘেটে, ফ্রি ওয়েবসাইট ডিজাইন টিউটরিয়াল দেখে, নিজেকে ওয়েবসাইট ডিজাইনার বানিয়ে ফেলে।
কোড একাডেমি, কোর্সেরা সহ অন্যান্য সাইট থেকে সে কোর্স শিখলেও, প্রজেক্টে কাজ করার সময় তার এই জ্ঞান আরো পাকাপোক্ত হয়।
ক্রিস বলেন, ওয়েব ডিজাইনাররা সব পারে, এটা আসলে সত্যি না। যখনি অপরিচিত কিছু চোখে পড়ে, গুগল করে তা জেনে নেয়। ফুল টাইম UX Developer হওয়ার পরেও অনেক কিছুর উত্তর ডেভলপররা এখনো জানেনা।
সে বলে,যদি কিছু শিখতে চাও, ইন্টারনেটে ফ্রি টিউটরিয়াল আছে।
ক্রিসের ফার্স্ট ক্লায়েন্ট ছিল তার বন্ধুবান্ধব। পরিচিতদের প্রথমে সে ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করে দেয় । কিছুদিন পর ৫০০ ডলার চার্জ করে, এরপর ১০০০, এরপর ২০০০ এভাবে যত বেশি কাজ করতেছিল, তার চার্জ তত বাড়ে।
তার মতে নিজের পোর্টফোলিও সমৃদ্ধ করার জন্য সবারই প্রথমে ফ্রি তে কাজ করে দেয়া উচিৎ।
এরপর সে আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ শুরু করে।
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পাওয়া সহজ বিষয় না। পুরো ওয়েবসাইট ডিজাইন সার্ভিস না দিয়ে, সে নির্দিষ্ট কিছু টপিকের দিকে ফোকাস করেঃ
ওয়ার্ডপ্রেস, অপ্টিমাইজেশন ও ফটোশপ।
এতে করে তার ক্লায়েন্ট পেতে সুবিধা হয়। কয়েকমাস পর সে টপ রেটেড ফ্রিল্যান্সার হয় ও তাকে আপওয়ার্কে ফিচার করে।
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস খুবই কম্পিটেটিভ। গ্লোবাল প্লেস হওয়ায় আপনার থেকে কম প্রাইসে একই কাজ করে দেয়ার জন্য কেউ না কেউ রেডি থাকে।
বিডিং ওয়ার থেকে নিজেকে দূরে রাখতে সে আপওয়ার্কের ফিল্টার ব্যাবহার করে। কোন ধরনের ক্লায়েন্ট তাকে রিক্রুট করতে পারে ? তার রিকোয়ার প্রাইস কে একসেপ্ট করতে পারে?
সে বুঝতে পারে, তার ক্লায়েন্ট হবে-
- যারা মার্কেটপ্লেসে তুলনামূলক নতুন
- মিডিয়াম লেভেলের অভিজ্ঞ ফ্রিল্যান্সার খুজতেসে
- ১০০০-২০০০ ডলার খরচ করতে রাজি।
পাশাপাশি নির্দিষ্ট দেশ ও টাইমজোন সিলেক্ট করেও সে সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে রিচ করে।
শুধুমাত্র একটি প্ল্যাটফর্মে আটকে না থেকে ক্রিস গুগলে Local SEO করে । তার এলাকার কেউ যখন ওয়েবসাইট ডিজাইনার লিখে গুগলে সার্চ দেয়, ক্রিসের নাম গুগল রেজাল্টে দেখায়।
বর্তমানে ফুল টাইম ওয়েব ডিজাইনার ক্রিস মিস্ট্রেক তার ওয়েবসাইট selfmadewebdesigner.com এর মাধ্যমে অন্যদেরকেও ডিজাইনিং শেখাচ্ছে।
ক্রিস খুব সুন্দরভাবে দেখিয়ে গেছে, কিভাবে NO SKILL থেকে মাসে 3k$ আয় করা যায়।
Chris Misterek
“If you don’t quit, you win.”
#See more at side hustle nation .





