Keep going book cover

বই রিভিউঃ Keep Going

বই – Keep Going: 10 Ways to Stay Creative in Good Times and Bad
লেখক – Austin kleon

আমাদের প্রাত্যাহিক জীবনে নানারকম সমস্যা, বাঁধা, আলসতা আসে। ফলে কাজের মনযোগ নষ্ট হয়ে যায়।   এই বইতে লেখক কিভাবে সবসময় ক্রিয়েটিভ, প্রোডাক্টিভ ও কোন কাজে লেগে থাকতে হয় তার ১০ টি উপায় দেখিয়েছেন।

How to stay productive

1. Every Day is Ground Hog Day  

আমাদের প্রত্যেক দিন শুরু হয় শূন্য থেকে। আমরাই বিভিন্ন কাজ, একশন ও ক্রিয়েটিভিটির মাধ্যমে দিনটিকে পূর্ণ করে তুলি।
ক্রিয়েটিভিটি হচ্ছে লুপের মত। মৃত্যু ছাড়া ক্রিয়েটিভ লোকদের কোন ফিনিশিং লাইন নেই।  

“How we spend our days is, of course, how we spend our lives.”

—Annie Dillard

আপনার হাতে যখন সময় কম থাকে, ডেইলি রুটিনের মাধ্যমে তার সঠিক ব্যাবহার করতে পারেন। আবার যখন অফুরন্ত সময় থাকে, রুটিনের মাধ্যমে সময় অপচয় থেকে বাঁচতে পারেন। 

একটা রুটিন আপনার সীমিত সময়, শক্তি আর মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে সাহায্য করে ; যা নতুন অভ্যাস তৈরি করার মাধ্যমে কাজের সর্বোচ্চ ফলাফল বের করে আনে। আর যেদিন কোন রুটিন ব্রেক থাকে (যেমন শুক্রবার), সেদিনের আনন্দ অন্যরকম। Lists bring order to the chaotic universe.

Lists bring order to

the chaotic universe.

প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সারাদিন কি কি অর্জন করেছেন তার লিস্ট করুন, এরপর আগামীকাল কি কি করবেন তার একটি তালিকা করুন। 

লিওনার্দো ভিঞ্চি প্রতিদিন নতুন কি শিখবেন, তার জন্য ‘To learn’ লিস্ট করতেন। 

প্রতিটি দিন হচ্ছে খালি কাগজকের মত। সারাদিন আঁকাআঁকি শেষে এটি যত্ন করে রাখতে পারেন, ফেলে দিতে পারেন, অথবা রিসাইকেল বিনে রাখতে পারেন; বলা যায়না কখন কি কাজে আসে। 

2. Build a Bliss Station

 এটি হচ্ছে পবিত্র যায়গা। এখানে আপনি বসে চিন্তা করবেন, কাজ করবেন, ক্রিয়েটিভিটি জেনারেট করবেন। প্রথম প্রথম কোন আইডিয়া না আসলেন, একসময় ভালো কিছু আসবেই। এই ব্লিস স্টেশন হতে পারে আপনার পড়ার টেবিল, খালি রুম বা যে কোন নিরিবিলি যায়গা। 

ঘুম থেকে উঠেই বিসমিল্লা বলে যখন ইন্টারনেটে ঢুকেন , তখনি আপনি জীবনে সমস্যা, দুশ্চিন্তা, ঝামেলা নিয়ে আসেন। 

Quote of Lynda Barry

ঘুমাতে যাওয়ার পূর্বে মোবাইলকে দূরে কোথাও রাখুন। সকালে উঠে হাঁটুন, ব্যায়াম করুন, ব্লিস স্টেশনে সময় দিন, অন্তত ১৫ মিনিট হলেও চুপচাপ বসে ভাবুন। নেগেটিভ নিউজে ভর্তি নিউজপেপার পরে দিনের শুরুটাই খারাপ করার মানে নেই। 

“Keep your eye on your inner world and keep away from ads and idiots and movie stars.”

—Dorothea Tanning

কাজের সময় মোবাইল এয়ারপ্লেন মোড থাকাটা বেশ কাজের। 

না বলা শিখতে হবে। সুন্দরভাবে ধন্যবাদ দিয়ে সরি বলুন, অন্যকোনভাবে সাহায্য করতে পারবেন কিনা জিজ্ঞাস করুন। 

3. Forget the Noun, Do the Verb

ফলাফল নয়, কাজের দিকে ফোকাস করুন।
আপনি লেখক হতে চান বা প্রোগ্রামার, এরজন্য যদি নিজের খুশিমত লেখা বা প্রোগ্রামিং শুরু করেন(সফল/খ্যাতিতে না ফোকাস করে), তা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।  

খেলাধুলা করা শুধু বাচ্চাদের কাজ না। আর্টিস্টিদের ও নতুন কিছু আবিষ্কারের একটা উৎস । 

আর্ট এবং আর্টিস্ট উভয়ই সমস্যায় পড়ে, যখন আর্টিস্টরা রেজাল্টের দিকে বেশি ফোকাস করে। 

Practicing an art, no matter how well or badly, is a way to make your soul grow

4. Make Gifts

“No artist can work simply for results; he must also like the work of getting them.”

—Robert Farrar Capon

আপ্লোড না করেও ছবি তোলা যায়, রেকর্ড না করেও গান গাওয়া যায়, ড্রইং করেও তা আবার ফেলে দেয়া যায়। আর্ট হচ্ছে নিজের জন্য। বাচ্চারে যেরকম কোন খেলনা দিয়ে খেলে, শুধুমাত্র আনন্দের জন্য, আর্টও তেমন হওয়া উচিৎ। 

“You must practice being stupid, dumb, unthinking, empty. Then you will be able to DO . . . Try to do some BAD work—the worst you can think of and see what happens but mainly relax and let everything go to hell—you are not responsible for the world—you are only responsible for your work—so DO IT.” —Sol LeWitt to Eva Hesse

তারপরেও কোন আর্ট/কাজ আপ্লোড করলে লাইক, কমেন্ট, ভিউ ইগ্নোর করুন। আর্ট কখনো ভিউ, রিএক্ট দিয়ে মাপা যায়না। 

Tips for artists

5. The Ordinary + Extra Attention = the Extraordinary

 He who seeks beauty will find it.” —Bill Cunningham

মানুষ যখন সময় নিয়ে কোন কিছু পর্যবেক্ষন করে, তখনি তার আসল সৌন্দর্য উপলব্দি করতে পারে। 
কোন যায়গা বা বস্তুকে গভীরভাবে বুঝার উপায় হলো স্কেচিং বা ড্রইং।  

 “An artist using a sketchbook always looks like a happy person,”

আর্টের কাজ হচ্ছে মানুষকে সজীব রাখা। 

“Photography is an immediate reaction, drawing is a meditation.

7. You Are Allowed to Change Your Mind

সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনা,ধ্যানধারণারা পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। নতুনত্বের সাথে মানিয়ে নিতে হবে। 
একই ধ্যানধারণার মানুষের সাথে চললে নিজের চিন্তা ধারার তেমন কোন পরিবর্তন হয় না। কিন্তু যখন বিভিন্ন মেন্টালিটির মানুষের সাথে থাকবেন, তারা আপনাকে ভিন্নভাবে ভাবতে শেখাবে, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করাবে। নতুন কিছু জানতে, নতুন করে ভাবতে হলে বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে মেলামেশা করা উচিৎ।  

“Everything you think is a response to what someone else has thought and said.”

ব্রেইন সতেজ রাখতে ঘুমের বিকল্প নেই। ঘুম আপনার অদরকারী স্মৃতি মুছে ফেলে, নতুন প্রোটিন সেল উৎপন্ন করে। 

9. Demons Hate Fresh Air

হাঁটাহাটি করা শরীর ,মন সব কিছুর জন্য উপকারী। 

If I couldn’t walk far and fast, I should just explode and perish.

Charles Dickens

যখন ফ্রি সময় পান, হাঁটাহাটি করুন। লাঞ্চের সময় পার্টনারকে নিয়ে হাঁটুন, বিকেলে বন্ধুদের সাথে হাঁটুন, মানুষের কাজ কর্ম দেখুন, সাথে ক্যামেরা, নোটবুক রাখুন, অপরিচিত মানুষের সাথে কথা বলুন। 

মাইক্রো রিভিউঃ

প্রোডাকটিভ থাকার জন্য – ডেইলি রুটিন করুন, কাজের লিস্ট করুন, কাজের সময় মোবাইল থেকে দূরে থাকুন। 

ক্রিয়েটিভ থাকার জন্য – হাঁটুন, মানুষের সাথে কথা বলুন, ব্লিস স্টেশন তৈরি করুন, আগের করা কাজগুলো দেখুন, যা ইচ্ছা তা আর্ট করুন। হতে পারে গান, লেখালেখি, ড্রইং বা অন্য কিছু।  

আরো বেশি জানতে মূল বইটি পড়ুন ।

10 ideas to keep going

পরিশেষে –

Keep working. Keep playing. Keep drawing. Keep looking. Keep listening. Keep thinking. Keep dreaming. Keep singing. Keep dancing. Keep painting. Keep sculpting. Keep designing. Keep composing. Keep acting. Keep cooking. Keep searching. Keep walking. Keep exploring. Keep giving. Keep living. Keep paying attention. Keep doing your verbs, whatever they may be. Keep going.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *