The age of knowledge

The Age Of Knowledge

শিল্প বিপ্লবের সময়কালে, কোন কোম্পানি বা দেশের উন্নয়নের জন্য নির্দিষ্ট খাতে স্পেশালিস্টের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভূতত্ত্ববিদদের খনিজ সম্পদ খুজে বের করা ও সংগ্রহ করার জ্ঞান লাগতো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মেশিন বানানো ও চালানোর দক্ষতা লাগতো ইত্যাদি। কিন্তু সময়ের সাথে সাথে এসব কাজ এখন কম্পিউটার দখল করে নিচ্ছে । কম্পিউটারে প্যাটার্ন আর সেম্পল দিলে সম্ভাব্য খনির অবস্থান বের হয়ে যায় । সিভিল ইঞ্জিনিয়ারদের আর হাতে কলমে বিল্ডিং, রাস্তা মাপা লাগেনা, কম্পিউটারই তা করে ফেলে।
প্রায় সব খাতেই কম্পিউটারের প্রভাব পড়েছে । IBM এর সফটওয়ার রোগীর রিপোর্ট কে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার রিচার্স পেপারের সাথে মিলিয়ে দেখে, রোগের নাম বলে দিতে পারে।
এ্মন অবস্থায় মানুষজন ডিপ্রেস হয়ে যাচ্ছে। তাদের প্রশ্ন কস্পিউটারই যদি সব করতে পারে , তাহলে মানুষের কি দরকার ?
এটা আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন।আর এর উত্তর ও সোজা ।
আমাদেরকে এখন আগের থেকেও বেটার মানুষ হতে হবে। কোন জিনিস কিভাবে কাজ করে, কিভাবে অন্যের সাথে জ্ঞান শেয়ার করা যায়, সে দিকে বেশি নজর দিতে হবে।
অতীতে অবস্থা ছিল, কোন একটা বিষয়ে অভিজ্ঞ হয়ে, দিনের পর দিন একই কাজ রিপিট করা। ইতিহাস ঘাটলে দেখা যায়, জমিতে হাড় ভাঙ্গা পরিশ্রম হোক বা ম্যানুফেকচার, সবখানেই আমরা নির্দিষ্ট কিছু জ্ঞান নিয়ে বছরের পর বছর তা করে গেছে।
আমাদের ভবিষ্যত এমন হবেনা। ৭০% কাজই অটোমেটিক হয়ে যাবে। তাই আমরা হয় ভয়ে থাকতে পারি বা একে মেনে নিয়ে ভবিষ্যতকে সুন্দরভাবে সাজনোর পথ বের করতে পারি। আমাদের সে পথ কেমন হবে তা কেউই নিশ্চিত ভাবে বলতে পারবেনা। তবে, কিছু ব্যাপার নিশ্চিত থাকবে –

  • Strategical Thinking: ভারী কাজগুলো মেশিনে করবে। কিন্তু কিভাবে সে মেশিন ব্যাবহার করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে, তা আমাদেরকে বের করতে হবে।
  • More innovation: পুরো বিশ্ব যখন হাতের মুঠোয় চলে আসতেছে, ইনোভেটিভ মানুষনের জন্য তা সুফল বয়ে আনবে। (যেমন, নিয়ের কাজের ভিডিও ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌছে যাওয়া যাচ্ছে।
  • More Creativity: রোবট যেহেতু বোরিং কাজগুলো করবে, আর্ট, মিউজিক, ডিজাইন বা নতুন কিছু তৈরির চিন্তা ভাবনা করার জন্য সময় ও সুযোগ করে দিবে।

মানুষের ভ্যালু তখন আরো বেড়ে যাবে। ডাক্তাররা হয়তো সফটওয়্যার দিয়ে রোগ শনাক্ত করবে। এর ফলে রিপোর্ট ঘাটার সময়টুকু সে রোগীদের দিতে পারবে।
তখন টিকে থাকার জন্য নির্দিষ্ট এরিয়ার বাইরের জ্ঞানও জরুরী হয়ে পড়বে। দরকার পরবে অনেক বিষয়ে জ্ঞানের।
তাই বলে, সব বিষয়ে স্পেশালিস্ট হতে হবে তা কিন্তু না। আমাদের দরকার পরবে –

  • Contextual Knowledge: কোন কাজের বিগার পিকচার, অথ্যাৎ ভবিষ্যত কেমন হতে পারে, কোন জিনিস ভবিষ্যতে বেশি দরকারী, কিভাবে কি পদক্ষেপ নিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এসব জ্ঞান। যেমন ( Big Data এর প্রয়োজনীয়তা এখন বাড়ছে। সো, এই দিকে ক্যারিয়ার, জ্ঞান নিলে ভবিষ্যতে কাজে আসবে।)
  • Creative knowledge: অন্যান্য ক্রিয়েটিভ মানুষরা কিভাবে তাদের কাজগুলো করছে, তা সম্পর্কে জ্ঞান থাকা জরুরী।
  • Deeper Understanding of Humankind: এই জ্ঞান শুধুমাত্র বন্ধুবান্ধব বা সাইন্টিস্ট বা পিতামাতা বা দার্শনিকদের কাছে পাওয়া যাবেনা। বরং এসব মানুষের সাথে মিশে, তাদের ধ্যান ধারনা, কথা শুনে একত্রে মিলে এটি অর্জন করা সম্ভব।

আর এখানেই এসে পাবলিক স্পিকিং এর গুরুত্ব ধরা পরে। আমরা এমন সময়ে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে আমাদের একে অন্যের সাথে অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সবাই তাদের জ্ঞান শেয়ারের মাধমে কন্ট্রিবিউট করতে পারে। আমি আপনি সবাই।
কিভাবে?
হতে পারেন আপনি বিশিষ্ট অর্থনীতিবীদ, অস্কারপ্রাপ্ত অভিনেতা কিংবা বিশ্ববিদ্যালয়ের টপার। আ্রপনার থেকে সব কিছুই আমার জানার প্রয়োজন নাই। সব কিছু জানতে গেলে বছর লেগে যাবে। আমার জানা দরকার, আপনার কাজ কিভাবে সব কিছুকে কানেক্ট করছে ? আপনার ভিডিও দিয়ে কঠিন টার্ম গুলো সহজ করতে পারেন? বিষয়টি নিয়ে কেন আপনি প্যাশনেট ? আপনার কাজ কেন গুরুত্বপূর্ণ।
যদি এসবের উত্তর দিতে পারেন, আপনার কারণে আমার জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেল।
পৃথিবীর সব কিছুই কোন না কোন ভাবে কানেক্টেড। কেউ যখন ক্লে আর্ট নিয়ে কথা বলে , তা হয়তো গ্রাফিক্স ডিজাইনারকে নতুন ভাবে চিন্তা করায়। আবার কেউ ভ্রমন অভিজ্ঞতা শেয়ার করলে, তা অন্য কাউকে ট্রাভেল স্টার্ট আপের আইডিয়া দিবে । এভাবেই একজনের কথা অরেকজনকে আইডিয়ার জন্ম দেয়।
Ted Talk চ্যানেল এই জন্য বেস্ট। হাজার হাজার মানুষ তাদের জ্ঞান, ভাবনা, ধারণা শেয়ার করে। আর সেসব তথ্য লক্ষ লক্ষ দর্শক, শ্রোতাদের ভাবনারজগতকে সমৃদ্ধ করে আরো ভালো, ক্রিয়েটিভ মানুষ হিসেবে গড়ে তুলছে।

Source: Ted Talks Book by Chris Anderson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *